শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ ডিসেম্বর ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন
শেয়ার

সংসদ নির্বাচনের তফসিলে সংশোধন আনল ইসি


Election Commission

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে সংশোধন এনে শনিবার (২০ ডিসেম্বর) নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে কমিশন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই সংশোধিত প্রজ্ঞাপনে মূলত তিনটি বড় পরিবর্তনের কথা জানানো হয়েছে। ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নির্বাচনি সময়সূচীতে এই পরিমার্জন করা হয়েছে।

সংশোধিত সময়সূচীর প্রধান পরিবর্তনগুলো:

১। আপিল দায়ের: রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা আগে ছিল ৫-১১ জানুয়ারি পর্যন্ত। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, এখন ৫-৯ জানুয়ারি (সোমবার থেকে শুক্রবার) পর্যন্ত আপিল করা যাবে।

২। আপিল নিষ্পত্তি: আপিল নিষ্পত্তির পূর্বনির্ধারিত সময় ছিল ১২-১৮ জানুয়ারি। এটি পরিবর্তন করে এখন ১০-১৮ জানুয়ারি (শনিবার থেকে রোববার) নির্ধারণ করা হয়েছে।

৩। সংবিধানের উল্লেখ: মূল গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় সংবিধানের ১২৩ অনুচ্ছেদ সংক্রান্ত কিছু শব্দ ও চিহ্ন বিলুপ্ত করা হয়েছে।

ইসি সচিবালয় জানিয়েছে, নির্বাচনি প্রক্রিয়া আরও সুশৃঙ্খল করতেই এই আংশিক পরিবর্তন আনা হয়েছে। তফসিলের অন্যান্য গুরুত্বপূর্ণ ধাপগুলো আগের ঘোষণানুসারেই বহাল থাকবে।