
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে একদিনেই ট্রাভেল পাস পেয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। ওইদিন দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তারেক রহমানের। এরপর রাজধানীর তিনশ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেবে বিএনপি।
তার আগমন ঘিরে দলটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে দফায় দফায় বৈঠক করছেন বিএনপি নেতারা। শুক্রবার বিমানবন্দর সংলগ্ন রাস্তা ও অভ্যর্থনাস্থল পরিদর্শন করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা।
বিএনপি জানিয়েছে, তারেক রহমানের অভ্যর্থনা কর্মসূচি তিনশ ফিট এলাকাতেই সীমিত রাখা হবে। এই অনুষ্ঠানকে জনসভা নয়, বরং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের সুযোগ বলে উল্লেখ করেছে দলটি।
দলীয় ধারণা, তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় সমবেত হবেন। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী রাজধানীর চার প্রবেশদ্বারে থাকবে বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের অবস্থান।
এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিতে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত বহুমাত্রিক নিরাপত্তা চক্র থাকবে। নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপি আশা করছে- ২৫ ডিসেম্বরের এই প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক।





































