
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। বিএনপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, স্বাস্থ্যগত ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি লন্ডনে যাচ্ছেন। এর আগে গত ৫ ডিসেম্বর দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান। দেশে পৌঁছে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান তিনি।
দীর্ঘদিন পর দেশে ফিরে এবং দ্রুত আবার দেশ ছাড়ায় রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনা শুরু হয়েছে। বিএনপির নেতারা এটিকে ‘ব্যক্তিগত সফর’ বললেও, দলের শীর্ষ পর্যায়ে এটি বিশেষ তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে।





































