
শাহজালাল বিমানবন্দরে ৬ বাংলাদেশি সেনাকে শ্রদ্ধা জানানো হয়। ছবি: আইএসপিআর
দক্ষিণ সুদানের আবেই সীমান্তে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি সেনার মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহীদ সেনাদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে শহীদ এই সেনাসদস্যদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাদের মরদেহগুলো হেলিকপ্টারে করে নিজ নিজ এলাকায় পাঠানো হবে এবং সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
এর আগে বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত ড্রোন হামলায় এই ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শাহাদাৎ বরণ করেন। আজ তাদের নিথর দেহ দেশে পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।



































