
বৈঠকে ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সদ্য ঘোষিত ছাত্রদলের সভাপতি রাজিব আহসান এবং সাধারণ সম্পাদক আকরামুল হাসান রয়েছেন।
এদিকে বৈঠক চলাকালে বাইরে উভয় পক্ষের স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে নয়াপল্টন। ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিতদের শান্ত করতে বৈঠক চলাকালেই কার্যালয় থেকে নিচে নেমে আসেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল। তবে তাদের কথা না শুনে কমিটি বাতিলের নিজেদের দাবিতে অটল থাকেন পদবঞ্চিত নেতাকর্মীরা।