Search
Close this search box.
Search
Close this search box.

গোলাম আযমের জানাজা সম্পন্ন

golam-ajam

মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের সাজাপ্রাপ্ত জামায়াত নেতা গোলাম আযমের জানাজা সম্পন্ন হয়েছে।

chardike-ad

শনিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার ছেলে আবদুল্লাহিল আমান আযমী বাবার জানাজা পড়িয়েছেন। এর আগে তার লাশ বেলা ১টার সময় বায়তুল মোকাররমে পৌঁছায়।

এদিকে গোলাম আযমের জানাজায় অংশ নিতে সারা দেশ থেকে হাজার হাজার নেতা-কর্মী বায়তুল মোকাররমে আসেন। তাদের বায়তুল মোকাররম মসজিদসহ এর আশপাশে বিস্তৃত এলাকাজুড়ে থাকতে দেখা গেছে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মওলানা ভাসানী স্টেডিয়াম পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের।

জানাজা শেষে তার লাশ রাজধানীর মগবাজারে কাজী অফিস লেনে তাদের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। গোলাম আযমের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সেখানে দাফন করা হবে।

গোলাম আযমের জানাজায় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাসনীম আলম, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, সহকারী প্রকাশ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন, শিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান উপস্থিত ছিলেন।