Search
Close this search box.
Search
Close this search box.

চীনে চলাচল করে বিশ্বের দীর্ঘতম বাস

worlds-largest-busবিশ্বের বৃহত্তম বাস চলাচল করে চীনের রাজধানী বেইজিং ও হ্যাংজুতে। ‘ইয়াংম্যান জেএনপি ৬২৫০জি’ নামের বিশ্বের দীর্ঘতম এ বাসটি  ৮২ ফুটেরও বেশি লম্বা। যা সাধারণ কোন বাসের থেকে ১৩ মিটার বেশি লম্বা। বাসটি একসঙ্গে ৩০০ যাত্রী বহন করতে সক্ষম।

চীনা কর্তৃপক্ষের দাবি, শহরে জনসংখ্যার চাপ ও পাবলিক বাসের চাহিদার কথা মাথায় রেখে এ ধরণের বাস সার্ভিস চালু করা হয়েছে।  এই বাসটি ঘণ্টায় সর্বোচ্চ ৫০ মাইল বেগে ছুটতে পারে। চীনা কর্তৃপক্ষ বলেছে, চীনের ব্যস্ততম সড়কে চলার জন্য এই গতিই যথেষ্ট। বৃহত্তম এই বাস চালুর ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলেই আশা করছে চীনা কর্তৃপক্ষ। চীনের রাস্তায় গেলে এই দীর্ঘতম বাসটি দেখা যাবে। ইন্টারনেট।

chardike-ad