Search
Close this search box.
Search
Close this search box.

Fokhrul_Burried

সরকারের ভুলনীতির কারণে জনশক্তি রপ্তানি ব্যাহত হচ্ছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, জনশক্তি রপ্তানি এই দেশের একটি বড় খাত। দেশে বেকার বেশি, তাই লোক কাজের জন্য বাইরে যায়। শহীদ জিয়া এই জনশক্তি রপ্তানির ধারা চালু করেন। কিন্তু সরকারের ভুলনীতির কারণে এই জনশক্তি রফতানি ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, সরকার জনশক্তি রফতানিতে ব্যর্থ। মধ্যপ্রাচ্য আমাদের লোক নিচ্ছে না। আরও বেশ কিছু দেশের আশঙ্কাজনকভাবে কমছে জনশক্তি রপ্তানি।

chardike-ad

এসময় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ প্রমুখ।