মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ জানুয়ারী ২০১৫, ১১:২১ পূর্বাহ্ন
শেয়ার

নাটোরে বিএনপির মিছিলে গুলি, নিহত ২


killingনাটোরে বিএনপির মিছিলে অজ্ঞাতনামা বন্দুকধারীরা গুলি চালালে দুজন নিহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় বিএনপি মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় মোটরসাইকেলে এসে কে বা কারা গুলি করে পালিয়ে যায়।

এতে রাকিব ও রায়হান নামের দুজন গুলিবিদ্ধ হন। পরে তাদের নাটোর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। তারা বিএনপির কর্মী বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।