Search
Close this search box.
Search
Close this search box.

এ নিষ্ঠুর আচরণে আমি স্তম্ভিত : খালেদা জিয়া

khaledaবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সরকারের এ নিষ্ঠুর আচরণে আমি স্তম্ভিত।’

গুলশান কার্যালয়ের বিদ্যুৎ-ইন্টারনেট-ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার প্রতিক্রিয়ায় গুলশান কার্যালয়ের সামনে শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার বরাত দিয়ে তার প্রেস সচিব মারুফ কামাল সোহেল সাংবাদিকদের এ কথা জানান।

chardike-ad

তিনি বলেন, ‘‘গতকাল রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়ার পর বেগম জিয়া কিশোরী দ্ইু নাতনিকে নিয়ে বিনিদ্র রাত কাটিয়েছেন। তিনি আমাদের বলেছেন, এটা সরকারের নিকৃষ্ট ধরণের নিষ্ঠুর আচরণ। এর প্রতিক্রিয়া জানানোর কোনো ভাষা আমার কাছে নেই। আমি স্তম্ভিত।’’

খালেদা জিয়া বলেন, ‘বিদ্যুৎ বিচ্ছিন্নসহ সকল ইউলিটি সেবা বন্ধ করে দেয়া একটা নজিরবিহীন ব্যাপার ও শিষ্ঠাচার বর্হিভুত আচরণ। কোনো সভ্য সরকার এরকম আচরণ করতে পারে না। সভ্য জগতে এটা কল্পনাতীত।’

বিনা নোটিশের নাগরিক সেবা বন্ধ করে দেয়াকে আইন পরিপন্থি অভিহিত করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘এটা মানবাধিকার ও নাগরিক অধিকারের সম্পূর্ণ লঙ্ঘন।’

শুক্রবার রাত পৌনে ৩টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর শনিবার সকালে খালেদার কার্যালয়ের ইন্টারনেট ও ডিশের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গত ৩ জানুয়ারি থেকে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া।