Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকের মুনাফা বেড়েছে ৩৪ শতাংশ

facebook

২০১৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মুনাফা বেড়েছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের। সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট মুনাফা দাঁড়িয়েছে ৭০ কোটি ১০ লাখ ডলারে; যা ২০১৩ সালের শেষ প্রান্তিকের তুলনায় ৩৪ শতাংশ বেশি। এ সময় বিজ্ঞাপন রাজস্ব ৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ কোটি ডলারে, যার ৭০ শতাংশই এসেছে মোবাইল বিজ্ঞাপন খাত থেকে। খবর বিবিসি।

chardike-ad

সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ সময় মুনাফার পাশাপাশি সাইটটির ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত বছর শেষে ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ কোটিতে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি।

এ বিষয়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক বিবৃতিতে বলেন, ‘২০১৪ সালে আমরা বেশকিছু বিষয়ে উল্লেখযোগ্য সফলতা পেয়েছি।’ এছাড়া গত বছর প্রতিষ্ঠানটির মোট মুনাফা দাঁড়িয়েছে ২৯০ কোটি ডলারে; যা এর আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন তিনি।

সামগ্রিকভাবে ফেসবুকের মুনাফা বাড়লেও বিগত বছরের তুলনায় গেল বছর প্রতি ডলার রাজস্বের বিপরীতে মুনাফার পরিমাণ ৪৪ শতাংশ থেকে কমে ২৯ শতাংশে নেমে এসেছে। এ সময় বিপণন ব্যবস্থার উন্নয়ন ও গবেষণা খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। মূলত এ কারণে খরচ বাড়ায় আয়ের বিপরীতে মুনাফার পরিমাণ কমেছে প্রতিষ্ঠানটির।

সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষ প্রান্তিকে ফেসবুকের গবেষণা ও উন্নয়ন বাবদ ব্যয় প্রায় তিন গুণ বেশি হয়েছে। এ সময় মোট ১১০ কোটি ডলার গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া গত বছরজুড়ে বেশ কয়েকটি অধিগ্রহণ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে ফেসবুক; যার মধ্যে উল্লেখযোগ্য ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবং ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নির্মাতা অকুলাস রিফট। পাশাপাশি নিজস্ব মেসেজিং ও ভিডিও সেবার উন্নয়নেও প্রচুর অর্থ বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি।

গত বছরজুড়ে বেশ কয়েকটি ছোট প্রতিষ্ঠানকে অধিগ্রহণের পাশাপাশি নিজস্ব মোবাইল বিজ্ঞাপন প্লাটফর্মের ব্যবসা প্রসারের ওপর গুরুত্ব দিয়েছে ফেসবুক; যার কারণে সংশ্লিষ্ট খাত থেকে উল্লেখযোগ্য মুনাফা অর্জনে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি বলে মনে করছেন সংশ্লিষ্ট।

বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা প্রসার লাভ করেছে উল্লেখযোগ্য হারে। ফলে মোবাইল ডিভাইসকেন্দ্রিক সেবাগুলো প্রত্যাশার চেয়ে দ্রুত প্রসার লাভ করছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ফেসবুকের মুনাফা আরো এক ধাপ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা।