sentbe-top

হত্যাকাণ্ডের পর থমথমে সেনা প্রশিক্ষণ ক্যাম্প

PYH2015051410440034100_P2
সিউলের একটি সেনা প্রশিক্ষণ ক্যাম্পে সংরক্ষিত সেনাদলের এক সদস্যের গুলিতে এক সেনাসদস্য নিহত ও আরও তিনজন আহত, অতঃপর উক্ত সেনার আত্মহননের একদিনের পরও থমথম করছে ক্যাম্পটি। আজ সকালে তদন্তকারীদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় বেষ্টনী দিয়ে রাখা জায়গাটিতে হতাহতদের একাধিক হেলমেট পড়ে থাকতে দেখা যায়। ইয়নহাপ।
sentbe-top