Search
Close this search box.
Search
Close this search box.

১৯ এপ্রিল আন্দোলনের ৫৬তম বার্ষিকী

sk2

ছাত্র  সমাজ নেতৃত্বাধীন দক্ষিণ কোরিয়ার  অসামরিক গণতান্ত্রিক  আন্দোলনের ৫৬তম বার্ষিকী উপলক্ষে ১৯ এপ্রিল,২০১৬ সিউলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।  ১৯৬০ সালের ১৯  এপ্রিলে এই আন্দোলনের সূত্রপাত হয় কোরিয়া প্রজাতন্ত্রের ১ম ও স্বৈরাচারী তৎকালীন লী সিংমান  সরকারের  প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির বিরুদ্ধে আন্দলনের মধ্য দিয়ে। । এই আন্দোলনের ফলে  পুলিশের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ  নিহত এবং  আহত হয় । এই আন্দোলনের ফল স্বরূপ প্রেসিডেন্ট লী  সরকার ক্ষমতার  ১২ বছর পর পদত্যাগ করতে বাধ্য হয়।

chardike-ad