Search
Close this search box.
Search
Close this search box.

ফোনকলে ট্যাক্স : গ্রাহকদের কাছে খুদে বার্তা

mobileপ্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মোবাইল ফোনে কথা বলার ওপর কর আরোপের ঘোষণা দেওয়ার এক দিনের মাথায় তা কার্যকর করে গ্রাহকদের খুদে বার্তা (এসএমএস) পাঠানো শুরু করেছে মোবাইল ফোন অপারেটররা। আর এ নিয়ে গ্রাহকদের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। তারা নতুন কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

শুক্রবার রাতেই অনেক গ্রাহক মোবাইল কোম্পানির কাছ থেকে এ ধরনের বার্তা পেয়েছেন বলে জানা যায়। ওই রাতে শাহবাগের আড্ডায় বিষয়টি ছিল মূল আলোচ্য। বাজেটকে স্বাগত জানিয়েছেন এমন লোকজনও অর্থমন্ত্রীর ফোনকলের ওপর কর আরোপের বিষয়টি মেনে নিতে পারেননি।

chardike-ad

শাহবাগে নিয়মিত আড্ডা দেন এমন একজন পীযূষ কান্তি অভিযোগ করে বলেন, ‘টেলিফোন কোম্পানিগুলো গ্রাহকদের ঠকিয়ে যে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে- সেদিকে নজর না দিয়ে গ্রাহকদের ওপর করের বোঝা চাপানো হচ্ছে। নিজেদের অপকর্ম লুকিয়ে সরকারের আয় বাড়াতে মোবাইল কোম্পানিগুলোর পরামর্শেই অর্থমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। অবিলম্বে এ ঘোষণা প্রত্যাহার করা উচিত।’

গ্রাহকদের কাছে পাঠানো গ্রামীণফোনের খুদে বার্তায় বলা হয়েছে, ‘মোবাইল ফোন ব্যবহারে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যা আপনার সব ধরনের মোবাইল ব্যবহারের ওপর প্রযোজ্য হবে।’

এদিকে শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কথা বলার ওপর করারোপের বিষয়টি পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। আমাদের দেশেও বিষয়টি নতুনভাবে আরোপ করা হয়েছে। মোবাইল ফোনের সিম ট্যাক্স বা রিপ্লেসমেন্ট চার্জ ৩০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। আর কথা বলার ওপর করারোপের বিষয়টিও আমাদেরও কাছে যৌক্তিক মনে হওয়ায় তা ধার্য করা হয়েছে।’