সোমবার । জুন ১৬, ২০২৫ । ১২:০৪ পূর্বাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৪ অগাস্ট ২০১৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে ২ বাংলাদেশি নিহত


newyযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের একজন মসজিদের ইমাম ছিলেন, অন্যজন ছিলেন ওই ইমামের সহকারী।

বিবিসি জানিয়েছে, হামলার ঘটনায় নিহত ইমামের নাম মাওলানা আলাউদ্দিন আকনজি (৫৫) ও তার সহকারী তারা মিয়া (৬৪)।

 পুলিশ জানায়, কুইন্সের আল-ফুরকান জামে মসজিদ থেকে জোহরের নামাজ শেষে ফিরছিলেন তারা।

শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে উভয়কে পেছন থেকে গুলি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা এক ব্যক্তিকে বন্দুক হাতে ওই এলাকা থেকে পালিয়ে যেতে দেখেন। ইমাম আলাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেয়ার পর তারা মিয়া মারা যান।

পুলিশ এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। তবে স্থানীয় মুসলমানরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। একই সঙ্গে নিউইয়র্কে বসবাসকারী বাঙালিরাও এ ঘটনার প্রতিবাদ জানান।

পুলিশ বলছে, ধর্মবিশ্বাসের কারণে এ হামলা হয়েছে- এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। -সংবাদমাধ্যম