বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৫ অগাস্ট ২০১৬, ৫:১৪ অপরাহ্ন
শেয়ার

৯ হাজার কোটি ডলার পার হলো গেটসের নিট সম্পদ


bill-gatesধনবান ব্যক্তিটি ধনী হয়ে উঠলেন আরো। এখন বিল গেটসের নিট সম্পদ পৌঁছেছে ৯ হাজার কোটি ডলারে। শুক্রবার কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে কোম্পানি ও ইকোল্যাব ইনকরপোরেশনের শেয়ারদর বৃদ্ধিই এর কারণ। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনকুবের স্প্যানিশ রিটেইল মোগল আমানসিয়ো ওর্তেগার চেয়ে গেটস এখন ১ হাজার ৩৫০ কোটি ডলারের বেশি সম্পদের মালিক। মাইক্রোসফটের কর্ণধারের নিট সম্পদের পরিমাণ যুক্তরাষ্ট্রের মোট দেশজ উত্পাদনের (জিডিপি)শূন্য দশমিক ৫ শতাংশ

সূত্র: ব্লুমবার্গ