Search
Close this search box.
Search
Close this search box.

কাতারের সঙ্গে সংশ্লিষ্টদের সন্ত্রাসী তালিকায় ফেললো সৌদি

Qatarকাতারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসী তালিকায় অর্ন্তভূক্ত করেছে সৌদি আরবসহ চারটি আরব দেশ। শুক্রবার এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

যৌথ বিবৃতিতে, সন্ত্রাসী হিসেবে ৫৯ ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। ব্যক্তির তালিকায় মিশরের মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা ইউসুফ আল-কারজাভির নামও রয়েছে।

chardike-ad

তালিকায় সন্ত্রাসবাদী হিসেবে কাতারের ১৮ নাগরিকের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের তহবিল যোগানোর অভিযোগ তোলা হয়েছে। এদের মধ্যে দেশটির ব্যবসায়ী, রাজনীতিবিদ, রাজপরিবারের প্রবীণ সদস্য এবং সাবেক এক মন্ত্রীর নাম রয়েছে।

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আস-সাবাহ যখন চলমান বিবাদ নিরসনে মধ্যস্থতার চেষ্টা করছেন তখন এ তালিকা প্রকাশ করলো সৌদি জোট।