Search
Close this search box.
Search
Close this search box.

কাতারে খাদ্য নিয়ে পৌঁছেছে ইরানি বিমান

iran-cargo-flightসৌদি আরবসহ সাতটি আরব মিত্রদেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কারণে একঘরে কাতারে খাদ্য সরবরাহ করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানি সংবাদ মাধ্যমে জানানো হয়, খাদ্যপণ্যবাহী একটি কার্গো বিমান ইরান থেকে কাতারে গেছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বুধবার বোয়িং ৭৪৭ কার্গো বিমানটি কাতারে পৌঁছায়। ১০০ টন পণ্য বহনে সক্ষম বিমানটি শিরাজ নগরী থেকে কাতারে পৌঁছাতে এক ঘণ্টার কম সময় লাগে।

chardike-ad

সম্প্রতি ইরানের কৃষিপণ্য রপ্তানিকারক সংগঠনের সভাপতি রেজা নওরানি জানিয়েছিলেন, ইরান প্রতিদিন ৪০ থেকে ৫০টি কন্টেইনার কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে পাঠায়। একই পরিমাণ পণ্য কাতারে পাঠানো হবে।

তিনি জানান, ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর হতে পণ্যবাহী জাহাজ আট থেকে ১২ ঘণ্টার মধ্যে কাতারে পৌঁছাতে পারে।