Search
Close this search box.
Search
Close this search box.

গোপনে পাকিস্তান সফর করেছে কাতারের প্রতিনিধিদল

qatar-airlinesসৌদি আরবের সঙ্গে চলমান দ্বন্দ্বের ভেতরে কাতারের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গোপনে পাকিস্তান সফর করেছে। সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।

সূত্রটি জানিয়েছে, প্রতিনিধিদল বুধবার পাকিস্তান সফর করে এবং ওই দিনই দেশে ফিরে যায়। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরের বিষয়টি স্বীকার করে নি। পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেছেন, তারা বিষয়টি জানেন না।

chardike-ad

ডন বলছে, কাতারের ব্যবসায়ী আবদুল হাদি মানা আল-হাজরির নেতৃত্বে ছয় সদস্যের ওই প্রতিনিধিদল একটি চার্টার্ড বিমানে করে লাহোরে পৌঁছায় এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করে। বলা হচ্ছে- প্রতিনিধিদলটি কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির একটি বার্তা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে পৌঁছে দেয়ার জন্য আসে এবং ওই বার্তায় কাতারের আমির পাকিস্তানকে চলমান সংকটে ইতিবাচক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।

প্রতিনিধিদলটি কয়েক ঘণ্টা লাহোরে অবস্থান করার পর বিমান করে রাজধানী ইসলামাবাদে যায়।