ershadমহিলারা মনে করে আমি এখনো যুবক। এটাই প্রমাণ করে যে আমার এখনো তেমন বয়স হয়নি। এমন মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।

জাতীয় পার্টির কার্যালয়ে এরশাদ বলেন, ‘আমি এখনো নিজেকে যুবক ভাবি। এর কারণ আমি যখন গ্রামে যাই, মহিলারা আমাকে দেখতে আসেন। তারা বলেন যে, আমার যে এতো বয়স এটা তাদের মনেই হয় না। আমি ভাবি আমার বয়স ৪০ বছর।’

chardike-ad

তিনি আরো বলেন, ‘আমার মনে জোর আছে। আমি সুস্থ আছি এবং সারা দেশ চষে বেড়াচ্ছি। বার্ধক্য আমাকে ছুঁতে পারেনি। মানুষ আমাকে বলে যে আমার তেমন বয়স হয়নি। এ কথা শুনতেই আমি তাদের কাছে যাই।’

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ১৯৩০ সালে জন্মগ্রহণ করেন। সে হিসেবে তার বর্তমান বয়স ৮৭ বছর। এই বয়সে এসেও এরশাদ নিজেকে যুবক ভাবছেন!