Search
Close this search box.
Search
Close this search box.

obaidul-kaderআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭মার্চের সমাবেশ স্থলের বাইরে নারী লাঞ্ছিত হওয়ার মতো কিছু হলে দলের কোনো দায় নেই, কিন্তু দায় সরকারের আছে।

বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

chardike-ad

এ সময় ওবায়দুল কাদের বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে, দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না।

বুধবার আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগের আশপাশের বিভিন্ন এলাকায় ইভটিজিং ও নারীদের ওপর যৌন হয়রানির অভিযোগের খবর ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
সুত্রঃ যুগান্তর