Search
Close this search box.
Search
Close this search box.

Malaysiaপ্রবাসীদের ত্রিপক্ষীয় সংঘর্ষে মালয়েশিয়ায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইট টাইমস আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ার কোতা দামানসারা এলাকার টিএসবি-১০ এলাকায় দুই ভারতীয়, দুই নেপালি ও ১০ জনের বেশি বাংলাদেশি প্রবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পেতালিং জায়া জেলা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ জানিচেদিন বলেন, ঘটনাস্থলে এক হামলাকারী ওই বাংলাদেশিকে মারধরের পর একটি ড্রেনে ফেলে দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে ওই বাংলাদেশিকে উদ্ধারের পর সানগাই বুলোহ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সংঘর্ষে দুই নেপালিও আহত হয়েছেন। নিহতের পূর্ণ পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ।