Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশির মৃত্যু

malaysia-bdমালয়েশিয়ায় বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বজ্রপাতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম মো. তারেক পরামানিক (৩০) নামে। তবে তার দেশের বাড়ির ঠিকানা জানা যায়নি। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে দেশটির টেরেংগানুর কেমামান জেলার বান্ডার সিনি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

কেমামান জেলা পুলিশ সুপার হানিয়ান রামলান জানান, নিজের ঘর থেকে ১০০ মিটার দূরে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলের পাশে থাকা বাংলাদেশি আরিফুল বলেন, হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এগিয়ে এসে দেখি আমার দেশের মানুষ মারা গেছে। নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য কেমামান হাসপাতালে রাখা হয়েছে।

chardike-ad