Search
Close this search box.
Search
Close this search box.

সেরা দশ রেমিটেন্স প্রেরণকারীকে পুরস্কার দেবে বাংলাদেশ ব্যাংক

সিউল, ২৬ নভেম্বর ২০১৩:

রেমিটেন্স প্রেরণে উৎসাহ যোগাতে সেরা দশ রেমিটেন্স প্রেরণকারীকে পুরস্কার দেবে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনাবাসী বাংলাদেশীদের জন্য ‘এনআরবি ডাটাবেজ ওয়েবলিঙ্কে’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর ড. আতিউর রহমান এ তথ্য জানান।

chardike-ad

다운로드তিনি বলেন, ‘অনাবাসী বাংলাদেশীদের পাঠানো অর্থের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি। সেই দেশপ্রেমিক অনাবাসীদের আমাদের সম্মান জানাতে হবে। এ জন্য প্রতিবছর আমরা সেরা দশ রেমিটেন্স প্রেরণকারীকে পুরস্কার দেয়ার উদ্যোগ নিয়েছি।’

চলতি বছর থেকে এই পুরস্কার চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশ দেন। অনুষ্ঠানে গভর্নর অনাবাসী বাংলাদেশীদের জাতীয় বীর বলে আখ্যা দেন।

তিনি বলেন, প্রবাস আয় যত বেশী বিনিয়োগ হবে, দেশের অর্থনৈতিক উন্নতিও তত দ্রুত ঘটবে। উল্লেখ্য, প্রবাস আয়ের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। ২০১২ সালে দেশে ১৪শ’ কোটি টাকার ওপরে রেমিটেন্স এসেছে।