Search
Close this search box.
Search
Close this search box.

এবার মার্কিন পতাকায় ভুল রং করলেন ট্রাম্প

trumpজাতীয় পতকার রং বদলে দিয়ে উপহাসের পাত্রে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪ আগস্ট ওহাইও অঙ্গরাজ্যে এক শিশু হাসপাতালে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি শিশুদের সঙ্গে ছবি রং করতে বসে যান। কিন্তু গোড়ায় গলদ করে বসেন রাষ্ট্রপ্রধান।

দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, ছবিতে দেখা যায়, ট্রাম্প পতাকার এক কোণে থাকা নীল রঙের ওপর সাদা তারকা চিহ্নের বাইরে আড়াআড়ি ১৩টি লাল-সাদা ডোরার মধ্যে নীল রং ব্যবহার করেছেন। ১৩টি ডোরা দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ১৩টি কলোনি বোঝানো হয়।

chardike-ad

এনএফএল খেলোয়াড়েরা ফুটবল খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় মাঠে হাঁটু গেড়ে বসায় ব্যাপক সমালোচনা করেছিলেন ট্রাম্প। দেশপ্রেম দেখাতে অবৈধ অভিবাসন নীতির বিপক্ষে বক্তব্য দেওয়ার পর তিনি আমেরিকান পতাকা গায়ে জড়িয়ে ধরেছিলেন। এরপর নিজের এহেন কর্মকাণ্ড তাঁর ভণ্ডামি বলে মনে করা হচ্ছে

অ্যাকটিভিস্ট ও গীতিকার হোলি ফিগেরোয়া ও’রাইলি বলেন, ‘আমেরিকান পতাকায় ডোরাগুলো লাল-সাদা। ফুটবল মাঠে খেলার আগে খেলোয়াড়দের হাঁটু গড়ে বসার জন্য তাঁর আক্রমণ—“জাতীয় পতাকার অমর্যাদা করেছে”—বিবেচনায় নিলে ট্রাম্পের এটা জানা থাকা উচিত।’

sentbe-adটুইটার ব্যবহারকারী অনেকে বলেছেন, ট্রাম্প আসলে রাশিয়ার জাতীয় পতাকা রং করছিলেন। রাশিয়ার পতাকায় পরপর সাদা, নীল ও লাল রঙের ডোরা রয়েছে। কেউ কেউ এর সঙ্গে নেদারল্যান্ডসের পতাকার মিল দেখেন।Eprothomalo

ট্রাম্পের এই রং করা ছবি প্রথম টুইট করেন স্বাস্থ্য ও জনসেবা-বিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজার। এই অতিরিক্ত নীল রঙের ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে অনুমান করেন, এটি সাধারণ একটি ভুল। আবার অনেক বলছেন, ইচ্ছা করে ট্রাম্প এমনটা করেছেন। অনেকে ট্রাম্পের রং করা পতাকার সঙ্গে রাশিয়া ও নেদারল্যান্ডসের পতাকা মিল খুঁজে বের করেন।

এরই মধ্যে ট্রাম্পের সমর্থকেরা বলতে শুরু করেছেন, পুলিশের প্রতি শ্রদ্ধা জানাতে পতাকায় নীল রং যুক্ত করেছেন ট্রাম্প। অনেকে আবার বলছেন, ট্রাম্প তাঁর পাশের শিশুদের অনুকরণ করছিলেন। কারণ, ট্রাম্প যদি পতাকার সঠিক রং জেনে না-ই থাকেন, তাহলে তো খুব সহজেই তিনি নিজের জ্যাকেটে থাকা ফ্ল্যাগ পিনের দিকে নজর বুলিয়ে নিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।

সৌজন্যে- প্রথম আলো