Search
Close this search box.
Search
Close this search box.

মানবসম্পদ উন্নয়নে বিডিওএসএন ও সিটিডি কাজ করবে

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং সেন্টার ফর টেকনোলজি ডেভলপমেন্টের (সিটিডি) মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। গত বৃহস্পতিবার বিডিওএসএনের ঢাকা কার্যালয়ে সিটিডির পক্ষে প্রধান কারিগরি কর্মকর্তা জাবেদ মোরশেদ এবং বিডিওএসএনের পক্ষে কর্মসূচি সমন্বয়ক শাহ মোহাম্মাদ ইমরান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারসীম মান্নান, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক তানভির রহমানসহ বিডিওএসএনের সদস্য, মুভার্স, অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী বিডিওএসএন এবং সিটিডি যৌথভাবে মানবসম্পদ উন্নয়ন, মুক্ত দর্শনের ঠিকানা ও প্রযুক্তি গবেষণায় কাজ করবে। পরে বাংলা উইকিপিডিয়া ও মুক্ত সফটওয়্যারের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।