Search
Close this search box.
Search
Close this search box.

জাপানি কোম্পানিগুলোর দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিনিয়োগ আগ্রহ বাড়ছে

সিউল, ২৪ মার্চ ২০১৪:

জাপানের কোম্পানিগুলো বিদেশে বিনিয়োগে আরো আগ্রহী হয়ে উঠছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় মূলধন লগ্নিতে বেশি মনোযোগ দিচ্ছে তারা। জাপানি পত্রিকা নিক্কেইর সাম্প্রতিক এক জরিপে এ চিত্র উঠে এসেছে। খবর নিক্কেইর।

chardike-ad

Flag_of_Japan.svgগতকাল রোববার প্রকাশিত এ জরিপ প্রতিবেদনে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে ৪৮ শতাংশ বিদেশে তাদের উৎপাদন বাড়াতে চায়। আর ১৪ দশমিক ৮ শতাংশ দেশের ভেতরেই নিজেদের উৎপাদন প্রসারিত করতে ইচ্ছুক।

মোট ১৪৮টি কোম্পানির নির্বাহী কর্মকর্তারা এ জরিপে অংশ নিয়েছেন। প্রান্তিককালীন এ জরিপটিতে অংশ নেয়া ৩৬ দশমিক ৪ শতাংশ ২০১৪ অর্থবছর দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিনিয়োগ করতে চায়। ডিসেম্বরের জরিপের তুলনায় তা ৩ দশমিক ৮ শতাংশ বেশি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে অংশগ্রহীতারা আঞ্চলিক প্রবৃদ্ধি সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করছেন।

চীনের পর কোন দেশকে উৎপাদন বাড়ানোর জন্য ভালো মনে করেন এমন প্রশ্নে ৩৭ দশমিক ২ শতাংশ থাইল্যান্ডের নাম উল্লেখ করেছে। ইন্দোনেশিয়ার পক্ষে রয়েছে ৩২ দশমিক ৪ শতাংশ ও ভিয়েতনামের দিকে ২৯ দশমিক ৭ শতাংশ। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, বিনিয়োগকারীদের কাছে এসব দেশের সমাদর খুব বেশি।

জরিপ অনুযায়ী তা সত্য হলেও আগের হিসাবের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। দেশের ভেতরের রাজনৈতিক সংকটের কারণে থাইল্যান্ডের পক্ষে মতের সূচক ৫ পয়েন্ট কমেছে। অন্যদিকে অর্থনৈতিক কিছু সমস্যা থাকার কারণে ইন্দোনেশিয়ার গ্রহণযোগ্যতা আগের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ কমেছে।

এছাড়া আগের জরিপের তুলনায় এবার উৎপাদন কাজ চালানোর জন্য ফিলিপাইনের পক্ষে অনেক বেশি সমর্থন দেখা গেছে। দক্ষিণ-পূর্ব এশিয়া ছাড়াও লাতিন আমেরিকায় বিনিয়োগের পক্ষে ১৭ দশমিক ৬ শতাংশ মত দিয়েছেন, আগের জরিপের তুলনায় তা ২ দশমিক ৬ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে আগ্রহী ১৭ দশমিক ৫ শতাংশ, পূর্ববর্তী জরিপের চেয়ে যা ৫ দশমিক ৩ শতাংশ বেশি। সূত্রঃ বণিকবার্তা।