Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ায় বিদেশীদের তারবিহীন ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা

wi-fi-logoউত্তর কোরিয়ায় বসবাসরত বিদেশী নাগরিকদের তারবিহীন ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পিয়ংইয়ং থেকে পাঠানো সিনহুয়ার ওই প্রতিবেদনে বলা হয়, “গত সপ্তাহ থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞার বিষয়ে সকল বিদেশী দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা ও কর্মরত অন্যান্য অভিবাসী নাগরিকদেরকে অবহিত করা হয়েছে”।

খবরে প্রকাশ, বিদেশী দূতাবাসগুলোর তারবিহীন (ওয়াইফাই) ইন্টারনেট সুবিধা ‘অবৈধভাবে’ ভোগ করতে উত্তর কোরিয়ানরা দূতাবাস সংলগ্ন এলাকাগুলোতে বসবাস করতে আগ্রহী হচ্ছে যা কিনা ওইসব এলাকায় বাসা ভাড়া অস্বাভাবিকহারে বাড়িয়ে দিচ্ছে।

chardike-ad

প্রতিবেদন অনুসারে আজ বৃহস্পতিবারের মধ্যেই সকল ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরপর কোন স্থান বা ভবনে তারবিহীন ইন্টারনেটের ব্যবহার সনাক্ত করা গেলে কোনপ্রকার কারণ দর্শানো ছাড়াই বড় অংকের অর্থদণ্ড দেয়া হতে পারে।

উল্লেখ্য, মোবাইল কোম্পানি কোরয়োলিঙ্ক উত্তর কোরিয়াতে আগত বিদেশী পর্যটকদেরকে বিনামূল্যে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ দিয়ে থাকে।

উত্তর কোরিয়ার সরকারের নেওয়া এইসব সিদ্ধান্ত থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে, দেশটি অবাধ তথ্য সরবারহ খুব কড়াকড়ি ভাবেই নিয়ন্ত্রণ করা হচ্ছে।