Search
Close this search box.
Search
Close this search box.

ক্রেডিট কার্ডে কেনাকাটা বাড়ছে কোরিয়ায়

credit cardগত দুই বছরের মধ্যে চলতি বছর তৃতীয় প্রান্তিকে দক্ষিণ কোরিয়াতে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার পরিমাণ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ক্রেডিট কার্ডে কেনাকাটা হয়েছে প্রায় ১৪৭.৭ ট্রিলিয়ন উন(১৪১ বিলিয়ন মার্কিন ডলার)। যা কিনা গত বছরের তুলনায় ৬.৩ শতাংশ বেশি। ক্রেডিট ফাইন্যান্স অ্যাসোসিয়েশনের করা এক সার্ভেতে এইসব তথ্য পাওয়া গেছে।

এপ্রিলে ফেরিডুবির পর দেশটির অভ্যন্তরীণ বাজারে চাহিদার যে ঘাটতি ছিল, সাধারণ মানুষের ক্রেডিট কার্ড ব্যবহারের এই প্রবণতা দেখে বোঝা যাচ্ছে সেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। কোরিয়ানরা নানা রকমের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকে। ব্যবহৃত এইসব কার্ডের মাধ্যমে তাদের ব্যক্তিগত খরচ সম্পর্কে ধারণা পাওয়া যায়।

chardike-ad