Search
Close this search box.
Search
Close this search box.

ইজতেমার ভিসা পাবেন না পশ্চিম আফ্রিকার মুসল্লিরা

istemaবিশ্ব ইজতেমাতে এবার পশ্চিম আফ্রিকায় ইবোলা-আক্রান্ত দেশগুলো থেকে আসা নাগরিকদের যোগদান করতে দেওয়া হবেনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার বিবিসিকে আসাদুজ্জামান খান বলেছেন, নাইজেরিয়া, গিনি, সিয়েরা লিওনের মত পশ্চিম আফ্রিকার যেসব দেশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে, সেখানকার নাগরিকদের আগামী ইজতেমায় আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।

chardike-ad

হজের পর সারা বিশ্বে মুসলমানদের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমা। রাজধানী ঢাকার উপকেন্ঠ টঙ্গীতে আন্তর্জাতিক তাবলিগ জামাতের আয়োজনে এই সমাবেশ হয়ে থাকে। প্রতি বছর প্রায় ৫০ লাখ মানুষ ইজতেমাতে যোগ দেন।

আসাদুজ্জামান খান আরও বলেছেন, ঐসব দেশে বাংলাদেশের দূতাবাস থেকে যাতে ভিসা ইস্যু না করা হয়, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘ইজতেমাতে প্রচার মানুষ এক জায়গায় জড়ো হন এবং বাংলাদেশ এমনিতেই ঘন বসতিপূর্ণ দেশ। এখানে যদি ইবোলা ভাইরাস আসে তাহলে আমরা বিপদে পড়ে যাবো।

গত বছর ইজতেমাতে প্রায় ১৭ হাজার বিদেশি যোগ দিয়েছিলেন বলে তিনি জানান।

সরকারের এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই তাবলিগ জামাতকে জানিয়ে দেওয়া হয়েছে বলে আসাদুজ্জামান খান বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর বাইরেও ইবোলার সম্ভাব্য সংক্রমণ নজরে রাখার জন্য বিমানবন্দরে স্ত্রিনিং মেশিন বসানো হয়েছে।