Search
Close this search box.
Search
Close this search box.

ভাষা অনুবাদের সুবিধা দেবে মাইক্রোসফট

microsoft-Skype-dealরিয়েল-টাইম ভাষা অনুবাদের সুবিধা দিতে স্কাইপ ট্রান্সলেটরের পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করেছে মার্কিন শীর্ষ সফটওয়্যার নির্মাতা কোম্পানি মাইক্রোসফট। ফলে স্কাইপের মাধ্যমে ভিডিও চ্যাট ও ভয়েস কলিংয়ের ক্ষেত্রে তাত্ক্ষণিকভাবে ভাষা অনুবাদের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। খবর বিবিসি।

যে কোনো ভাষার কথোপকথন স্প্যানিশ ও ইংরেজিতে অনুবাদের সুবিধা পাওয়া যাবে স্কাইপ ট্রান্সলেটরে। এর মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সঙ্গে সংযুক্ত থাকা, যোগাযোগ রক্ষা এবং সহযোগিতার জন্য সম্ভাবনাময় এক নতুন দ্বার উন্মুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

chardike-ad

এ বিষয়ে স্কাইপের ভাইস প্রেসিডেন্ট গুরুদীপ পাল জানান, এ ধরনের একটি সেবা আনতে তারা ১০ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। আপাতত দুটি ভাষায় অনুবাদের সুবিধা থাকলেও শিগগিরই আরো কয়েকটি ভাষায় এ সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। স্কাইপের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৩০০ মিলিয়ন। এছাড়া অ্যাপটির মাধ্যমে প্রতিদিন প্রায় ২ বিলিয়ন মিনিট কথোপকথন হয়।