বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৩ মার্চ ২০১৫, ৪:৪২ অপরাহ্ন
শেয়ার

সাকিব পাকিস্তানি ক্রিকেটার!


SHAKIB

বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটাদের মধ্যে সাকিব আল হাসান অন্যতম। বিশ্বজুড়ে সুনাম রয়েছে তার। এর পরও শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর বিশ্বজুড়ে যখন টাইগারবাহিনীর জয়গান চলছে, সেই মুহূর্তে সাকিবকে পাকিস্তানি ক্রিকেটার হিসেবে হাজির করল বিশ্বের প্রভাবশালী ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি!

আসল ব্যাপারটা বলা যাক । বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ওপেন করতে নেমে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড।

বাংলাদেশি স্পিনার সাকিব আল হাসান একাই তুলে নেন ওপেনার ম্যাককালাম ও উইলিয়ামসনের উইকেট। উইকেট পতনের পর বোলার সাকিবসহ কয়েক জন খেলোয়াড়ের ছবি প্রকাশ করে এএফপি। কিন্তু ছবির ক্যাপশনে লিখেছে, পাকিস্তানের বোলার সাকিবকে (বামে) অভিনন্দন জানাচ্ছেন নাসির হোসেন ও উইকেটকিপার মুশফিকুর রহিম (ডানে)। সেডন পার্কে নিউল্যান্ডের বিরুদ্ধে খেলার চিত্র।