Search
Close this search box.
Search
Close this search box.

আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত: জাফর ইকবাল

jafor-ikbal
ফাইল ছবি

দেশবরেণ্য শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবাল বলেছেন, যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সে স্লোগানের এতো বড় অপমান আমার জীবনে দেখিনি। আমি অত্যন্ত ক্ষুব্ধ, যেখানে ছাত্রলীগ হামলা করে, তারা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে।

তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘হামলাকারীরা যদি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকে তাহলে এর শিক্ষক হিসেবে আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিৎ।’

chardike-ad

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।


## শাবিপ্রবিতে শিক্ষকদের পেটাল ছাত্রলীগ


অধ্যাপক জাফর ইকবাল বলেন, ‘আমি সরাসরি শিক্ষকদের আন্দোলনে অংশ নিচ্ছি না, কিন্তু আন্দোলনকারীদের প্রতি আমার মায়া, ভালোবাসা আছে। তারা যে কারনে আন্দোলন করছে আমি তা ১০০ ভাগ সমর্থন করি। কারণ এই উপাচার্য আসার দুমাস পর আমি কাজ করা বন্ধ করে দিয়েছি, কারণ আমি দেখেছি যে উনি মিথ্যা কথা বলেন। যে ব্যক্তি মিথ্যা কথা বলেন তার সাথে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়।’

‘আমি চেয়েছি, যা হয় আমার চোখের সামনে হোক। আজকে আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা হলো। আজকে যা দেখলাম, আমার জীবনে এ ধরনের ঘটনা দেখবো তা আমি কখনও বিশ্বাস করিনি।

‘আমি এখনই গলায় দড়ি দিয়ে মরছি না, কিন্তু আমি তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছি,’ এমন মন্তব্য করে জাফর ইকবাল বলেন, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঞ্ছিত করলো, আমাকে সেটা এখানে বসে বসে দেখতে হলো।