Search
Close this search box.
Search
Close this search box.

কিম জং ন্যামের ‘হত্যাকারী’ আটক

aW1hZ2UtMjA0OTQuanBn

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এর সৎ ভাই কিম জং-ন্যামের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক নারীকে গ্রেফতার করেছে মালেশিয়ার পুলিশ।

chardike-ad

স্থানীয় পুলিশ জানায়, ওই নারীকে মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েতনামের পাসপোর্টসহ গ্রেফতার করা হয়েছে এবং তিনি একা ছিলেন।

পুলিশ আরো জানায়, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর নাম ডন থি হুয়ং। বুধবার কিম জং ন্যামের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলেও উল্লেখ করে পুলিশ।

এর আগে সোমবার সকালে উত্তর কোরিয়ার নেতার এ সৎ ভাই কুয়ালালামপুর বিমানবন্দর থেকে চীনের ম্যাকাওয়ে যাওয়ার সময় বিমানবন্দরে হামলার শিকার হন এবং তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। ন্যাম ম্যাকাওয়ে বসবাস করতেন এবং চীনের সুরক্ষা পেতেন।