Search
Close this search box.
Search
Close this search box.

ইনফিনিটি ডিসপ্লে নিয়ে এলো স্যামসাং এস৮ ও এস৮ প্লাস

base_1490818458-samsung-s8

অবশেষে এসে গেল স্যামসাং গ্যালাক্সি এস৮ ও এস৮ প্লাস। বুধবার (২৯ মার্চ) নিউইয়র্কে এই বহুপ্রতীক্ষিত স্মার্টফোনটি অবমুক্ত করা হয়। নোট ৭ এর কারণে খোয়ানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে নতুন এই সংস্করণটিতে স্যামসাং এর প্রকৌশলীরা সর্বোচ্চ ঢেলে দিয়েছেন।

chardike-ad

এই ফোনটিতে আনা হয়েছে অসাধারণ কিছু ফিচার। সবচে আকর্ষণীয় এর ডিসপ্লে। স্যামসাং বলছে, ইনফিনিটি কার্ভড ডিসপ্লে। এস ৮ এর ডিসপ্লে আকার ৫.৮ ইঞ্চি আর এস ৮ প্লাসের ডিসপ্লে ৬.২ ইঞ্চি। দুটি ফোনের ডিসপ্লে কোয়াড এইচডি প্লাস। অর্থাৎ এর রেজলুশন ২৯৬০x১৪৪০।

মাত্র ১০ ন্যানোমিটার সমান পাতলা কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টাকোর ৮৩৫ প্রসেসর দেবে দারুণ গতি। এতো পাতলা এবং শক্তিশালী প্রসেসর এখন পর্যন্ত কোনো স্মার্টফৈানে নেই। তবে কিছু ভার্সনে অক্টাকোর এক্সিনোস চিপসেটও পাওয়া যেতে পারে।

সঙ্গে ৪জিবি র‌্যাম এবং ৬৪ জিবি বিল্টইন মেমোরি। মেমোরি বাড়ানোর যাবে ২৫৬ জিবি পর্যন্ত।

এস ৮ এর জন্য ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আর এস৮ প্লাসের জন্য সাড়ে তিন হাজার। সাথে আছে ওয়্যারলেস চার্জার।

নিরাপত্তার জন্য আছে বায়োমেট্রিক অথেনটিকেশন। একসাথে পাওয়া যাচ্ছে আইরিশ স্ক্যানার, ফেস রিকগনিশন এবং ফিঙ্গার প্রিন্ট। আর প্রচলিত প্যাটার্ন ও পাসওয়ার্ড সিস্টেম তো আছেই।

আগেভাবে কিনলে সঙ্গে ফ্রিতে পাওয়া যাবে ৩৬০ ডিগ্রি ভিআর গিয়ার সঙ্গে ব্লুটুথ মোশন সেন্সর কনট্রোলার।

৩৬০ ডিগ্রি ভিডিও ধারণের জন্য একটি গিয়ার এনেছে স্যামাসাং। এই ডিভাইস দিয়ে ফোর কে মানের ভিডিও ধারণ করা যাবে, একই সাথে ফেসবুকে লাইভও করা যাবে।

স্যামসাং ডেক্স নামে নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে। অর্থাৎ এস৮ এবং এস৮ প্লাস ফোনটিকে চাইলে ডেস্কটপ হিসেবেও ব্যবহার করা যাবে। প্লাগ অ্যান্ড প্লে সুবিধা আছে এতে।

দুটো ফোনেই আছে ১২ মেগাপিক্সেল সেন্সরের রিয়ার ক্যামেরা। সামনের ৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে তোলা যাবে ওয়াইড অ্যাঙ্গেল সেলফি।

আইফোনে না থাকলেও স্যামসাং এর দুটি ফোনেই হেডফোন জ্যাক আছে।

আরেকটি বড় পরিবর্তন হলো এই দুই ফোনেই কোনো ফিজিক্যাল হোম বাটন নেই। অবশ্য ডিসপ্লের উপরই ভার্চুয়াল হোম বাটন রাখা হয়েছে।

এক নজরে স্পেসিফিকেশন

> নতুন এআই অ্যাসিস্ট্যান্ট Bixby
> আরো বড় কিন্তু সরু ফ্রেম।
> আলট্রা হাই ডেফিনেশনের ডুয়াল কার্ভ ডিসপ্লে (ইনফিনিটি ডিসপ্লে)
> ডিসপ্লে ৫.৮ ও ৬.২ ইঞ্চি
> হোম বাটন ভার্চুয়াল
> ফেসিয়াল রিকগনিশন, আইরিশ স্ক্যানিং ও ফিঙ্গার প্রিন্ট
> কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টাকোর ৮৩৫ চিপসেট
> র‌্যাম ৪ জিবি
> বিলন্টইন মেমোরি ৬৪ জিবি
> ডুয়াল রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেল
> ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল
> হেডফোন জ্যাক (অ্যাপলের আইফোন ৭ এ এটি নেই।)
> ইউএসবি-সি পোর্ট
> পাওয়া যাবে কালো, সাদা, নীল, সোনালী, রূপালী এবং বেগুনী রঙে

আগামী ২১ এপ্রিল থেকে ফোন দুটি বাজারে পাওয়া যাবে। তবে দামের ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।