Search
Close this search box.
Search
Close this search box.

৪ উত্তর কোরীয়র নামে ইন্টারপোলের রেড নোটিশ

kim

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বৈমাত্রেয় ভাই কিম জং-নামের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ উত্তর কোরীয়র নামে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। বৃহস্পতিবার (১৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর।

chardike-ad

তিনি বলেন, ‘ঘটনার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং পরে মালয়েশিয়া ছেড়েছেন, এমন ৪ জন উত্তর কোরিয়ার নাগরিকের বিরুদ্ধে ইন্টারপোলের আওতায় রেড নোটিশ জারি করা হয়েছে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে মনে করা হচ্ছে। আমরা তাদের আটক করতে সক্ষম হব।’

গত মাসে মালয়েশিয়া সরকার সন্দেহভাজন এ ৪ জনকে ধরতে ইন্টারপোলের সহায়তা চায়। দেশটির মতে, ঘটনার পরপরই উত্তর কোরিয়ার এ ৪ নাগরিক মালয়েশিয়া ছেড়ে পালিয়েছেন। তারা উত্তর কোরিয়ার হয়ে গুপ্তচরের কাজ করতেন বলেও জানানো হয়েছে। কিম জং-নাম হত্যাকাণ্ডে উত্তর কোরিয়ার ৭ জন জড়িত বলে মালয়েশিয়া নিশ্চিত করেছে।

গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নামকে বিষাক্ত রাসায়নিক ভিএক্স ব্যবহার করে হত্যা করা হয়। ম্যাকাও যাওয়ার জন্য বিমানবন্দর টার্মিনালে দাঁড়িয়ে থাকার সময় তিনি ১ জন নারীর দ্বারা হামলার শিকার হন। এর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে মৃত্যু হয় তার।

সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হন ভিয়েতনামী ও ইন্দোনেশীয় ২ নারীসহ বেশ কয়েকজন। তারা জানান, একটি টেলিভিশন রিয়েলিটি শোয়ের অংশ হিসেবে কিম জং নামের মুখে ‘বেবি অয়েল’ ছুঁড়ে মারার জন্য ৯০ ডলার পান হামলাকারী। তারা জানতেন না ওতে বেবি অয়েলের বদলে বিষাক্ত রাসায়নিক আছে।

এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কূটনৈতিক বিরোধে জড়িয়েছে দুদেশ। বহিস্কার করা হয়েছে কুয়ালালামপুরে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে। অপরের নাগরিকদের নিজ দেশ ত্যাগে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা জারি করেছে দু’দেশই।