Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় এবার বাংলাদেশ

mis-world-bangladeshবিশ্বসুন্দরী প্রতিযোগিতায় এবার অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের সুন্দরীরা। বাংলাদেশ এই প্রথম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসছে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের টাইটেল স্পন্সর লাভেলো। এ তথ্য জানান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে জমকালো আয়োজনে ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ পর্দা উন্মোচন করা হয়েছে।

chardike-ad

আয়োজকরা জানান, আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) থেকে শুরু হবে প্রতিযোগিতার প্রথম বাছাই পর্বের রেজিস্ট্রেশন। পরবর্তী পর্ব অডিশন এবং টিভি রাউন্ড শুরু হবে সেপ্টেম্বর থেকে। বিভিন্ন পর্যায় পার হয়ে চূড়ান্ত গালা রাউন্ড অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। পুরো অনুষ্ঠানটি সম্প্রচার করবে এনটিভি।

অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘চমৎকার এই আয়োজনকে আমি স্বাগত জানাই। মানুষের কাছে সৌন্দর্য অপার্থিব একটি বিষয়। শারীরিক সৌন্দর্যের চেয়েও মানসিক সৌন্দর্যই মানুষকে বিকশিত করে বেশি। সুন্দরীদের যেসব প্রতিযোগিতা হয় সেখানে নারীদের মনের সৌন্দর্যটাকেই প্রাধান্য দেয়া হয়। আমাদের সবার উচিত কুৎসিত মানসিকতা থেকে বেরিয়ে এসে সুন্দর মন নিয়ে স্বপ্নের সোনার বাংলাদেশের জন্য কাজ করা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নারীরা সবসময়ই সুন্দর। তাদের সারল্য আরও বেশি মহামান্বিত করেছে তাদের। এবার সেই সৌন্দর্য পৌঁছে যাবে বিশ্বের সবার মনে। যারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘সারাদেশে শিগগিরই বাছাই প্রক্রিয়া শুরু হবে ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র। সেরা আটটি বিভাগে বাছাই প্রক্রিয়া শুরু হবে। এখান থেকে বিচারকের রায়ে চূড়ান্ত করা হবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। আগামী ১৮ নভেম্বর চীনে অনুষ্ঠেয় ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় থাকবেন বাংলাদেশের প্রতিযোগীরা।’

অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ‘আমাদের নারীরা এখন সর্বত্র নিজেদের বিকশিত করেছেন। তাদের হাত ধরে দেশে-বিদেশে আমরা অনেক সম্মান অর্জন করেছি। সেই অর্জনে নতুন পালক যোগ করার লক্ষেই ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। আশা করছি আমরা সবার সহযোগিতা পাব। বিশ্বের সবখানে পৌঁছে যাবে বাংলাদেশের সৌন্দর্যের বন্দনা।’