
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) তিনি বলেন, ‘ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে, ততদিন পর্যন্ত অপারেশন চলবে।’
রাজধানীর খামারবাড়ি এলাকায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে নবনির্মিত ‘মৃত্তিকা ভবন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে যারা চেষ্টা করছেন, তাদের এই অপারেশনে গ্রেপ্তার করা হবে। গাজীপুরের ঘটনার সাথে জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হকের বাসায় শিক্ষার্থীদের ওপর হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নেয়।
এর পরই সরকার ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করার ঘোষণা দেয় এবং শনিবার রাত থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করে।
দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট গাজীপুর জেলার পাঁচটি থানায় মোট ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছেন ৪০ জন। গতকাল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাদের আটক করে।
রোববার সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরি মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন।
পাঁচজন সিনিয়র পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে, জনগণ তাদের অপরাধ সম্পর্কে জানে।’




































