শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ অগাস্ট ২০২৫, ৩:৩১ অপরাহ্ন
শেয়ার

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন, গুজব বলছেন পাটোয়ারী


পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ কয়েকজন নেতার বৈঠকের গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) সকালের ভাগের কোনো এক সময়ে কক্সবাজারের সি পার্ল হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এর আগে, মঙ্গলবার সকালের ফ্লাইটে কক্সবাজার আসেন এনসিপির চার শীর্ষ নেতা— হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও ডা. তাসনিম জারা।

তারা কক্সবাজারে অবস্থিত সি পার্ল হোটেলে উঠেন। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বেলা আনুমানিক ১১-১২টার দিকে তারা তাদের মধ্যে একটি বৈঠখ হয়। বিকাল ৩টার দিকে এনসিপি নেতাদের ঢাকা ফিরে আসার কথা রয়েছে।

বৈঠকের আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে বৈঠকের খবরকে গুজব দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, স্রেফ ঘুরতে এসেছি আমরা। পুরোটাই গুজব ও প্রোপাগাণ্ডা।