শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ অগাস্ট ২০২৫, ৮:২৯ অপরাহ্ন
শেয়ার

‘১/১১-এর পদধ্বনি’ মন্তব্যে বিপদে আছি: মাহফুজ আলম


১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, নিজের একটি মন্তব্যকে ঘিরে তিনি এখন বিপদে আছেন।

গতকাল সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে!’ মাত্র ২৩ মিনিট পরেই একই পোস্টে তিনি যোগ করেন, ‘তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে মাহফুজ আলম বলেন, “গতকালের এক কমেন্ট নিয়ে আমি বিপদে আছি। সো ব্যাটার হচ্ছে, আমরা গুছিয়ে লিখতে পারব যখন, তখন লিখব।”

জুলাই ঘোষণাপত্র নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “সো ফার সো গুড। এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় জার্নি ছিল।”

সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আনতে পারার প্রসঙ্গে তিনি বলেন,“সব রাজনৈতিক দল এসেছে—এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আমরা যদি দীর্ঘ সময় এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের জন্য, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছি, সেটা সম্ভব হবে।”