রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৯ অগাস্ট ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

সমুদ্র থেকে চীনের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ


china Sattelite

সমুদ্র থেকে নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। শনিবার সকালে চীনের পূর্বাঞ্চলের শানতোং প্রদেশ থেকে একটি স্মার্ট ড্রাগন-৩ এসডি-৩) নামের রকেট উৎক্ষেপণ করা হয়েছে।

রকেটটি বেইজিং সময় রাত ১২:৩১ মিনিটে রিচাও শহরের কাছাকাছি সমুদ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

অফশোর এই উৎক্ষেপণ মিশনটি পরিচালনা করে থাইইউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার।