রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
তথ্য ও প্রযুক্তি ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
শেয়ার

নিষিদ্ধের ঝুঁকি এড়াতে টিকটকের যুক্তরাষ্ট্র অংশের কার্যক্রম বিক্রিতে চুক্তি


tiktok

এর ফলে যুক্তরাষ্ট্রে ১৭ কোটির বেশি ব্যবহারকারী থাকা টিকটক আপাতত তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে

জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য ভিডিও অ্যাপ টিকটকের মূল প্রতিষ্ঠান চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রি ও একটি যৌথ উদ্যোগ গঠনের বিষয়ে চূড়ান্ত চুক্তি সই করেছে। এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়ার যে ঝুঁকি তৈরি হয়েছিল আপাতত তা এড়ানো সম্ভব হবে।

টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শৌ চি ছিউ বৃহস্পতিবার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় জানান, চুক্তি অনুযায়ী বাইটড্যান্স নতুন প্রতিষ্ঠানে ১৯ দশমিক ৯ শতাংশ শেয়ার রাখবে।

যুক্তরাষ্ট্রের ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান ওরাকল, বিনিয়োগ সংস্থা সিলভার লেক এবং আবুধাবিভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স; এই তিনটি প্রতিষ্ঠান প্রত্যেকে ১৫ শতাংশ করে শেয়ার পাবে। বাকি ৩০ দশমিক ১ শতাংশ শেয়ার থাকবে বাইটড্যান্সের বিদ্যমান বিনিয়োগকারীদের সহযোগী প্রতিষ্ঠানের হাতে।

এই সিদ্ধান্ত আসে চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্দেশনার পর, যেখানে টিকটক বিক্রি না হলে নিষেধাজ্ঞা কার্যকর করার সময়সীমা পিছিয়ে দেওয়া হয়। যদিও চুক্তিটি ২০২৬ সালের ২২ জানুয়ারি পর্যন্ত পুরোপুরি কার্যকর হবে না, তবে এর ফলে যুক্তরাষ্ট্রে ১৭ কোটির বেশি ব্যবহারকারী থাকা টিকটক আপাতত তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস জাতীয় নিরাপত্তার অজুহাতে টিকটক নিষিদ্ধ করার একটি আইন পাস করে। ওই আইন অনুযায়ী, অ্যাপটি বিক্রি না হলে ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। তবে পরে ট্রাম্প প্রশাসন একাধিকবার সেই সময়সীমা পিছিয়ে দেয় এবং মালিকানা হস্তান্তরের বিষয়ে আলোচনা চালিয়ে যায়।