শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২০ ডিসেম্বর ২০২৫, ৪:১৪ অপরাহ্ন
শেয়ার

জাতীয় কবির পাশে চিরনিদ্রায় ওসমান হাদি


Hadi

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত হলেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি।

শনিবার বেলা সাড়ে তিনটার কিছু পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে লাখো মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী এবং পরিবারের সদস্যরা অংশ নেন।