
অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে আমন্ত্রণ পাওয়া একেবারেই অসাধারণ অনুভূতি
বলিউডের গ্ল্যামার জগত থেকে সোজা মার্কিন প্রেসিডেন্টের দরবারে! বড় পর্দায় দীর্ঘ সময় ধরে দেখা না মিললেও, এবার যা করে দেখালেন মল্লিকা শেরওয়াত, তাতে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী ক্রিসমাস ডিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়ে সবাইকে চমকে দিয়েছেন এই অভিনেত্রী।
প্রতি বছর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ও ‘ফার্স্ট ফ্যামিলি’র তত্ত্বাবধানে হোয়াইট হাউসে আয়োজিত হয় এই বিশেষ ডিনার। যেখানে বিশ্বের হাতেগোনা কিছু হাই-প্রোফাইল ব্যক্তি আমন্ত্রণ পান। সেই আভিজাত্যের তালিকায় এবার জায়গা করে নিলেন বলিউডের সাহসী এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন মল্লিকা। একটি ভিডিওতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিথিদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন।

হোয়াইট হাউসের প্রবেশদ্বারের সামনে দাঁড়ানো একটি ছবি এবং ডিনার নাইটে গোলাপি পোশাকের ওপর ফার জ্যাকেট পরা লুকে মল্লিকাকে বেশ উজ্জ্বল দেখাচ্ছিল।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে আমন্ত্রণ পাওয়া একেবারেই অসাধারণ অনুভূতি। আমি কৃতজ্ঞ।”
মল্লিকার এই সাফল্যে অনেক অনুরাগী তাকে শুভেচ্ছা জানালেও, একাংশ নেটিজেন শুরু করেছেন চুলচেরা বিশ্লেষণ। তার পোস্টের নিচে জমা পড়ছে নানা প্রশ্ন।
কেউ লিখেছেন, “অভিনন্দন! কিন্তু আপনার সেখানে যাওয়ার সুযোগ হলো কীভাবে?” আবার কেউ সরাসরি আক্রমণ করে লিখেছেন, “এসবই লোক দেখানো।”
‘মার্ডার’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা হওয়া মল্লিকা শেরওয়াতকে ইদানীং সিনেমায় খুব একটা দেখা যায় না। সম্প্রতি রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা উও বালা ভিডিও’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে বড় পর্দা হোক বা হোয়াইট হাউস—নিজেকে আলোচনায় রাখতে যে মল্লিকা এখনো সিদ্ধহস্ত, তা এই ঘটনায় আবারও প্রমাণিত হলো।





































