শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২০ ডিসেম্বর ২০২৫, ৫:০২ অপরাহ্ন
শেয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের


team-india

ফাইল ছবি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ভারত। যে দলে জায়গা হয়নি সহ-অধিনায়ক শুভমান গিলের। গিলকে বাদ দিয়ে দলে ফিরিয়েছে ইশান কিষানকে। সঙ্গে শিরোপা ধরে রাখার মিশনে দলে ডাকা হয়েছে রিংকু সিংকেও।

সাম্প্রতিক সময় টি-টোয়েন্টিতে গিলের ফর্ম ছিল না। এই পরিস্থিতিতে চোটের কথা বলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে খেলানো হয় সঞ্জু স্যামসনকে। তিনি বিশ্বকাপ দলে আছেন।

যথারীতি ঘরের মাঠের বিশ্বকাপে দলের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। তার ডেপুটি হিসেবে থাকছেন অক্ষর প্যাটেল।

দলে তিন পেসারের বিপরীতে দুই স্পিনার নিয়েছে ভারত। পেস বোলিংয়ের নেতা জাসপ্রীত বুমরাহকে সহায়তা করবেন হারষিত রানা ও আর্শদীপ সিং। অন্যদিকে দুই স্পিনার হচ্ছেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। দলে অলরাউন্ডার আছেন চারজন। তারা হচ্ছেন—হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর ও ওয়াশিংটন সুন্দর।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদিপ সিং, কুলদিপ যাদব, হর্ষিত রানা, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।