
আসন্ন আসরে একসঙ্গে জায়গা করে নিয়েছে তিনটি বাংলাদেশি সিনেমা—‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’
নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফআরআর) এক অনন্য ইতিহাস গড়ল বাংলাদেশ। উৎসবের আসন্ন আসরে এবার একসঙ্গে জায়গা করে নিয়েছে তিনটি বাংলাদেশি সিনেমা—‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’। ২০২৬ সালের ২৯ জানুয়ারি শুরু হতে যাওয়া এই উৎসবে প্রথমবার দেশের তিনটি সিনেমা ভিন্ন ভিন্ন তিনটি বিভাগে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবে।
ব্রাইট ফিউচারে খুলনার আঞ্চলিক গল্প ‘দেলুপি’
খুলনার দেলুটি ইউনিয়নের বাস্তব জীবনের গল্প নিয়ে মোহাম্মদ তাওকীর ইসলাম নির্মাণ করেছেন ‘দেলুপি’। জলবায়ু পরিবর্তন, প্রতিদিনকার সংগ্রাম এবং স্থানীয় রাজনীতির টানাপোড়েন উঠে এসেছে এই সিনেমায়। এটি উৎসবের ‘ব্রাইট ফিউচার’ বিভাগে নির্বাচিত হয়েছে। সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার নিয়ে নির্মাতা জানান, উৎসব কর্তৃপক্ষের আগ্রহ থাকা সত্ত্বেও তিনি প্রথমে দেশের মানুষকে সিনেমাটি দেখানোর প্রতিশ্রুতি রক্ষা করেছেন। চিরঞ্জিৎ বিশ্বাস ও অদিতি রায় অভিনীত এই সিনেমাটি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে।

টাইগার কম্পিটিশনে সুমনের ‘রইদ’
‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন তিন বছর পর ফিরছেন তার নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিশিয়ালি নির্বাচিত হয়েছে সিনেমাটি। লোকজ আখ্যান ও শৈশবের স্মৃতির মিশেলে তৈরি এই সিনেমার জন্য কৃত্রিমভাবে প্রায় ৫০ হাজার গাছ লাগিয়ে একটি বিশ্বাসযোগ্য লোকেশন তৈরি করা হয়েছে। মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি অভিনীত এই সিনেমাটি হাজার বছরের পুরোনো আখ্যানকে বর্তমানের ভাষায় তুলে ধরবে।

বিগ স্ক্রিন কম্পিটিশনে ‘মাস্টার’
‘নোনাজলের কাব্য’ সিনেমার সফলতার পর রেজওয়ান শাহরিয়ার সুমিত নিয়ে আসছেন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘মাস্টার’। সিনেমাটি জায়গা করে নিয়েছে ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে। তৃণমূল রাজনীতির জটিলতা এবং একজন শিক্ষকের আদর্শের লড়াই নিয়ে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন এবং জাকিয়া বারী মম-র মতো তারকারা। দক্ষিণ কোরিয়ার স্টুডিওতে কারিগরি কাজ শেষ হওয়া এই সিনেমাটি এখন বিশ্ব দর্শকদের অপেক্ষায়।

আগামী ২০২৬ সালের ২৯ জানুয়ারি পর্দা উঠবে রটারড্যাম উৎসবের, যা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। একই উৎসবে তিন বিভাগের এই শক্তিশালী অংশগ্রহণকে দেশের চলচ্চিত্র শিল্পের জন্য এক বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।








































