
আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরেইকেহ
গাজা সিটিতে আল জাজিরার দুই সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন, আল জাজিরা পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আজ গাজায় যা ঘটেছে, তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
ডুজারিক স্পষ্ট ভাষায় জানান, জাতিসংঘ সবসময় সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, গাজা হোক বা বিশ্বের অন্য কোনো জায়গা—মিডিয়া কর্মীদের হয়রানি, ভয়ভীতি বা লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা ছাড়াই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। গাজার সব এলাকায় সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার ও পরিস্থিতি তুলে ধরার সুযোগ নিশ্চিত করাও জরুরি।
অন্যদিকে, জাতিসংঘের ফিলিস্তিন মিশন অভিযোগ করেছে, গাজা সিটিতে একটি তাবুতে লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরেইকেহকে হত্যা করেছে। মিশনের ভাষ্যে, এ দুই সাংবাদিক গাজার শেষ জীবিত সংবাদকর্মীদের মধ্যে ছিলেন, যারা নিঃস্বার্থভাবে ও সাহসিকতার সঙ্গে ইসরায়েলের গণহত্যা ও ক্ষুধামৃত্যুর চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরছিলেন।
প্রসঙ্গত, রবিবার গভীর রাতে গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের কাছে এক হামলায় নিহত হয়েছেন অন্তত সাতজন, যার মধ্যে পাঁচজন আল-জাজিরার সাংবাদ কর্মী।







































