রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১১ অগাস্ট ২০২৫, ২:২১ অপরাহ্ন
শেয়ার

রাহুল গান্ধী আটক


Rahul Gandhi

ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। ভোট জালিয়াতির অভিযোগে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচী থেকে সোমবার (১১ আগস্ট) দুপুরে রাহুল গান্ধীকে আটক করা হয়। রাহুলের সাথে তার বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের আরও অনেক নেতাকে আটক করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের খবরে জানাচ্ছে, সোমবার সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ শুরুর পর রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্যান্য বিরোধী দলের জ্যেষ্ঠ কয়েকজন এমপিকে আটক করে পুলিশ।

শাসকদল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগে বিরোধীদের আন্দোলন সংসদ ভবনের বাইরে থেকে মধ্য দিল্লির রাস্তায় ছড়িয়ে পড়লে তাদের আটক করা হয়।

ভারতের শাসকদল বিজেপি ও নির্বাচন কমিশন যোগসাজশে ভোটচুরি করছে এমন অভিযোগে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট সোমবার দিনের শুরুতেই নির্বাচন কমিশনের দপ্তরে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করে। নির্বাচন কমিশন ভবন ভারতের পার্লামেন্টে ভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে। পুলিশ পার্লামেন্টের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেয়। পুলিশের ব্যারিকেড ভেঙে কিছু বিক্ষুব্ধ বিক্ষোভকারী এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশের বাধায় একপর্যায়ে মিছিল থেমে গেলে রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের মতো জ্যেষ্ঠ নেতারা রাস্তায় বসে বিক্ষোভ করতে থাকেন।