রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১২ অগাস্ট ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
শেয়ার

আল জাজিরার পাঁচ সাংবাদিক হত্যার ঘটনায় চীনের তীব্র নিন্দা


China Al jazera

ইসরায়েলের বিমান হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক হত্যার হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। সোমবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে এই নিন্দা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

তিনি আরও বলেন, আমরা সংঘাতে মর্মান্তিকভাবে নিহত হওয়া সাংবাদিকদের জন্য গভীর শোক প্রকাশ করছি। পাশাপাশি বেসামরিক জনগণের ক্ষতি করে এমন সকল কাজের বিরোধিতা করে চীন।

তিনি আরও জানান, ইসরায়েলের বৃহৎ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২৩৭ জন সাংবাদিক নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, চীন ইসরায়েলকে অবিলম্বে গাজায় তার সামরিক অভিযান বন্ধ করার, মানবিক সাহায্যের পূর্ণ প্রবেশাধিকার পুনরায় চালু করার এবং যত দ্রুত সম্ভব পরিস্থিতি শান্ত করার আহ্বান জানায়।