রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৪ অগাস্ট ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন
শেয়ার

গাজাবাসীকে দক্ষিণ সুদানে স্থানান্তরের পরিকল্পনা ইসরায়েলের


Gaza-people
গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের পূর্ব আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ইসরায়েল। হামাসের বিরুদ্ধে ২২ মাসের সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা থেকে ব্যাপক অভিবাসন সহজতর করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে অবগত ছয়জন সূত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। আলোচনা কতদূর এগিয়েছে তা পরিষ্কার নয়। তবে বাস্তবায়ন হলে এই পরিকল্পনা মানে হবে—দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা এক যুদ্ধবিধ্বস্ত ভূমি থেকে মানুষকে সরিয়ে নেওয়া অন্য একটি সংঘাতপীড়িত ভূখণ্ডে, যা মানবাধিকার উদ্বেগ সৃষ্টি করবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান, যেখানে গাজার বড় অংশের জনগণকে স্থানান্তরের কথা বলা হয়েছে, যা নেতানিয়াহু “স্বেচ্ছা অভিবাসন” হিসেবে উল্লেখ করেন। এর আগেও আফ্রিকার অন্যান্য দেশের সঙ্গে এ ধরনের পুনর্বাসন প্রস্তাব উত্থাপন করেছে ইসরায়েল।

মঙ্গলবার ইসরায়েলি টিভি চ্যানেল আই২৪-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “যুদ্ধের আইন অনুযায়ীও আমার মনে হয়, সঠিক পদক্ষেপ হবে জনগণকে সরে যাওয়ার সুযোগ দেওয়া, তারপর অবশিষ্ট শত্রুর বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করা।” তবে তিনি দক্ষিণ সুদানের প্রসঙ্গ উল্লেখ করেননি।

ফিলিস্তিনিরা, মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই এই প্রস্তাবকে আন্তর্জাতিক আইনবিরোধী জোরপূর্বক উচ্ছেদের নকশা হিসেবে প্রত্যাখ্যান করেছে।

দক্ষিণ সুদানের জন্য এই ধরনের চুক্তি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার সুযোগ এনে দিতে পারে। মধ্যপ্রাচ্যে এখন প্রায় নিরঙ্কুশ সামরিক ক্ষমতাধর ইসরায়েল এবং এ উদ্যোগ ট্রাম্পের সঙ্গেও যোগাযোগের সম্ভাবনা তৈরি করবে। ট্রাম্প চলতি বছরের ফেব্রুয়ারিতে গাজার জনসংখ্যা পুনর্বাসনের ধারণা দেন, তবে সাম্প্রতিক মাসগুলোতে এ বিষয়ে নীরব রয়েছেন।

ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেলের দপ্তর জানিয়েছে, তিনি দক্ষিণ সুদানে বৈঠকের জন্য যাচ্ছেন, যা দেশটিতে কোনো সিনিয়র সরকারি কর্মকর্তার প্রথম সফর। তবে ফিলিস্তিনিদের স্থানান্তরের বিষয়টি আলোচনায় আনার পরিকল্পনা নেই।

অন্যদিকে, দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি পুনর্বাসন নিয়ে ইসরায়েলের সঙ্গে তাদের আলোচনা চলছে—এ ধরনের খবর ভিত্তিহীন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এ বিষয়ে বলেছেন, তারা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনার বিষয়ে মন্তব্য করেন না।

সূত্র: এপি, নিএনএন ও আল-জাজিরা